আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানের সঙ্গে চুক্তির অংশ হিসাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
চুক্তি সইয়ের ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে সেনা ১২ হাজার থেকে ৮ হাজার ৬শ’ তে নামিয়ে আনতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।
গত ২৯ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত ওই ঐতিহাসিক শান্তি চুক্তির শর্ত হচ্ছে সেনা প্রত্যাহার করা।
আফগান সরকার এ চুক্তির অংশ নয়। তবে তারা তালেবানের সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
তবে সোমবার থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ায় নতুন রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশটির সব পক্ষের মধ্যে আলোচনার যে কোনো সম্ভাবনাই হুমকির মুখে পড়েছে।