December 22, 2024
আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও

দক্ষিণাঞ্চল ডেস্ক

আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা কাঁপিয়েছে পাকিস্তান ও ভারতের বিভিন্ন শহরকেও। গতকাল শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে না মিললেও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকস্তানের কাছে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৯ মিনিটে কেঁপে উঠে নয়া দিল্লি। পাকিস্তানের উত্তরাঞ্চলও এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে দেশটির দৈনিক ডন জানিয়েছে। লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, মুররেসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় এসব শহরের আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল বলে জানিয়েছে ডন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *