আফগানিস্তানের ইরান সীমান্তে মার্কিন হামলায় নিহত ৬০
দক্ষিণাঞ্চল ডেস্ক
আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার হেরাতের শিনদান্দ জেলায় তালেবান স্প্লিন্টার-গ্রæপের শীর্ষ কমান্ডার মোল্লা নাংগিয়ালেকে লক্ষ্য করে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, তালেবানের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে মোল্লা নাংগিয়ালেও নিহত হয়েছেন।
হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানিয়েছেন, ইরান সীমান্তের অদূরের শিনদান্দ জেলায় হামলায় তালেবান কমান্ডার নিহত হয়েছেন। এদিকে, বেসামরিক নিহত ও আহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে আফগান সরকার।