November 23, 2024
আন্তর্জাতিক

আফগানিস্তানের অর্ধেক মানুষ খাদ্য সংকটের মুখে

জরুরি পদক্ষেপ না নিলে লাখ লাখ আফগান এই শীতে অনাহারে থাকবে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপি বলছে, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। আর পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বেসলি বলেছেন, আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে। বিপদের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

গত আগস্টে যুক্তরাষ্ট্র নিজেদের অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়া শুরু করলে আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে।

বিশ্ব ব্যাংকের মতে, একটি দেশকে সাহায্য-নির্ভর হিসেবে বিবেচনা করা হয়, যখন তার মোট দেশীয় উৎপাদনের ১০ শতাংশ বা তার চেযে বেশি বিদেশি সাহায্য থেকে আসে। আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশ ছিল আন্তর্জাতিক সাহায্য।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *