আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপি : খসরু
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিএনপি আন্দোলনের অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সৃষ্টি হয়েছিল একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য। এবারও আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের অনুরোধ করবো, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুন।
তিনি বলেন, বিগত আমলের নির্বাচন নিয়ে জনগণের সন্দেহ ছিল, এখনো আছে। ২০১৪ সালে তারা ইভিএমের মাধ্যমে ভোটারবিহীন ও প্রার্থীবিহীনভাবে জয়লাভ করেছে। ২০১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। ব্যালট পেপার ডাকাতির দিন শেষ হয়েছে। এখন এসেছে ইভিএম। ইভিএম হলো নিঃশব্দে, নীরবে, স্বয়ংক্রিয়ভাবে ভোটচুরির একটি প্রকল্প। এই ইভিএম জনগণের কাছে পুরোপুরি বিতর্কিত। এর আসল উদ্দেশ্য সবার কাছে তুলে ধরতে হবে।
বিএনপি নেতা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে কোনোদিনই নিজেদের পছন্দে ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করতে পারবেন না। দেশের মানুষ নির্বাচিত সরকার পাবে না, স্থানীয় সরকার পাবে না। এমনকি জনপ্রতিনিধিও পাবে না। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।