‘আন্ত-বিশ্ববিদ্যালয় প্রকল্প এবং পোস্টার শো’তে এনইউবিটির পুরস্কার অর্জন
খবর বিজ্ঞপ্তি
গত ১২ ও ১৩ই সেপ্টেম্বর সিএসই বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয় ‘সিএসই ফেস্ট ২০১৯’এর আয়োজন করে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (কুয়েট), নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটি খুলনা) অংশগ্রহণ করে। এতে হোম অটোমেশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম (এইচএসএস) নামে এনইউবিটি খুলনার সিএসই বিভাগের একটি দল “প্রকল্প ও পোস্টার শো ২০১৯” এর ১ম পুরস্কার অর্জন করে।
এ দলের সদস্যরা হলেন- মোঃ আমিনুর রহমান, সাজ্জাদ মাহমুদ ও তানিয়া মুন্নি। শিপ ওভারলোড প্রোটেকশন (এসওপি) নামের এনইউবিটি খুলনার আরেকটি দল দ্বিতীয় পুরস্কার অর্জন করে। দলের সদস্যরা হলেন মোঃ মনিরুল ইসলাম ও সুমিয়া সুলতানা।
এছাড়াও ‘আর্সেনাল’ নামে এনইউবিটি একটি খুলনার দল ‘হ্যাকাথন’ প্রতিযোগিতার দ্বিতীয় পুরষ্কার অর্জন করে। দলের সদস্যরা হলেন মো: ইয়াসিন মোলা, মোঃ কামরুল হাসান ও ফারজানা রহমান। এনইউবিটি খুলনার সিএসই বিভাগের শিক্ষাথীদের এরূপ ফলাফলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুলাহ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন।