December 24, 2024
আঞ্চলিক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কেসিসিতে প্রস্তুতি সভা  

খবর বিজ্ঞপ্তি  

 

যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক সভা গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা’র (যুগ্ম সচিব) সভাপতিত্বে তার অফিসে কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।    

 

শহীদ মিনারসমূহ আলপনা দ্বারা সজ্জিতকরণ, দিবসের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) শহীদ হাদিস পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ, সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, পাবলিক হল, নগর স্বাস্থ্য ভবন, মাতৃসদন, পৌর গ্যারেজ, এ্যাসফল্ট প্লান্ট, ওয়ার্ড অফিস সহ কমিউনিটি সেন্টার ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, গুরুত্বপূর্ণ মোড়সমূহে বাংলা বর্ণমালা লিখিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, সকল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।   

 

কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: আব্দুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, লিয়াকত আলী খান, জাহিদ হোসেন শেখ, ভেটেরিনারী অফিসার ডা. মোঃ রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, প্রধান সহকারী মীর রেফাকাত আলী, বাজার সুপার সেলিমুর রহমান, নিরাপত্তা সুপার লুৎফর রহমান, কেসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন হোসেন, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি সোবহান আলী, সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজা  প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।   

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *