December 21, 2024
আঞ্চলিক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও মহিলা সমাবেশ

তথ্য বিবরণী

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শেরে বাংলা রোডে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সরকার নারীদের জন্য নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করেছে। তাঁদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অধিকার তাদেরই আদায় করে নিতে হবে। নারীর উন্নয়ন মানে দেশ ও সমাজের উন্নয়ন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনের সভাপতিত্বে এই মানববন্ধন ও মহিলা সমাবেশে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, সাকেরা বানু, বলাকা রায়,পারভীন আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নেত্রীরা বক্তৃতা করেন। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

মানববন্ধনে বনফুল, শোভা, গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, জাতীয় মহিলা সংস্থা, এডাব, উইএমএসএস প্রকল্প, সুশীলন, লাইট হাউসসহ বিভিন্ন বেসরকারি সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *