আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন
দক্ষিণাঞ্চল ডেস্ক
মুকসুদপুর (গোপালগঞ্জ): “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ প্রতিবাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস-উদযাপন উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম প্রমূখ।
ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ ‘নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে উপজেলা চত্ত¡রে মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাজহারুল আনোয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের লুৎফুন্নাহার দুলু, অপূর্ব কুমার ঘোষ, খাদিজা খাতুন, জিহাদ কাইয়ুম, শান্তা দাশ ফারজানা আক্তার, সাথি খাতুন প্রমূখ।