December 22, 2024
আঞ্চলিক

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

তথ্য বিবরণী

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৯ ডিসেম্বর খুলনার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে ঐ দিন সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে উদ্বোধনী অনুষ্ঠান, মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষরের আয়োজন করা হবে। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন থাকবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *