আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস কাল
তথ্য বিবরণী
আগামীকাল ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হবে। দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। ঐদিন সকাল সাড়ে নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।