November 25, 2024
বিনোদন জগৎ

আনুশকার ‘পাতল লোক’ নিষিদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ মুক্তির পর দর্শক বেশ পছন্দ করেছেন। তবে যেমন প্রশংসিত হয়েছে, তেমন বিতর্কের মুখেও পড়তে হয়েছে ওয়েব সিরিজটিকে। ভারতের দিল্লির শিখ সম্প্রদায়, সিকিমের গোর্খা সম্প্রদায় এবং ভারতীয় জনতা পার্টির বিধায়কের পক্ষ থেকে এর বেশকিছু বিষয়ে আপত্তি জানিয়ে অভিযোগ করা হয়েছে।

এবার ‘পাতাল লোক’ নিষিদ্ধের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন হিন্দু সংগঠনের নেতা দেবদত্ত মাজি। জনস্বার্থে এই মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

টুইটারে দেবদত্ত মাজি লেখেন, ‘পাতাল লোক’র স্ক্রিনিং নিয়ে আনুশকার শর্মার নামে জনস্বার্থ মামলা দায়ের করেছি। কলকাতা হাইকোর্ট থেকে ভারত সরকারের উদ্দেশ্যে একটি নির্দেশ দেওয়া হয়েছে। রিট পিটিশনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গত ১৫ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে ক্লিন স্লেট ফিল্মস প্রযোজনায় ক্রাইম ড্রামা সিরিজ ‘পাতাল লোক’ মুক্তি পায়। সিরিজের অধিকাংশটা জুড়ে অন্ধকার জগতের নানা ঘটনা রয়েছে। আধুনিক সমাজকে তিনটি ভাগে ভাগ করে নানা ঘটনা দেখা গেছে এই সিরিজে।

সিরিজটির চিত্রনাট্যকার সুদীপ শর্মা। পরিচালনা করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নীরজ কবি, জয়দীপ আহলাওয়াট, গুল পনাগ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো দেখা গেছে টলিউডের স্বস্তিকা মুখোপাধ্যায় ও রাজেশ শর্মাকেও। লকডাউনের মধ্যে এই সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘পাতাল লোক’ নিয়ে শুরুতে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা। ভারতীয় জনতা পার্টির বিধায়ক নন্দকিশোর গুর্জার, দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা এবং সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও সিরিজটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *