আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
আনসার-ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের সম্মেলন সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। সভাপতিত্ব করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শিব্বির আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথি শেয়ার ক্যাপিটাল সংগ্রহের পাশাপাশি শ্রেণিকৃত ঋণ আদায়, ঋণ বিতরণ ও আদায়ের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি ব্যাংকের সকল ব্যবস্থাপক ও কর্মকর্তাগণকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালনে আহব্বান জানান। তিনি আরো বলেন ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে এবং শেয়ার ক্যাপিটাল সংগ্রহে প্রতিটি জেলার জেলা কমান্ড্যান্ট ও আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ব্যাংকের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক খুলনা অঞ্চল জিএম হাফিজুর রহমান।