December 27, 2024
আঞ্চলিক

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : হুইপ

 

বটিয়াঘাটা প্রতিনিধি

জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, কেন্দ্রীয় আ”লীগ উপ-কমিটির আইন বিষয়ক সদস্য, জেলা আ’লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, প্রযুক্তি নির্ভর ছাড়া কোন দেশ আত্মনির্ভরশীল হতে পারে না। উন্নয়নশীল দেশে পৌঁছাতে গেলে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ক্ষমতার ধারাবাহিকতা ও অত্যাধুনিক লাকসই প্রযুক্তি ব্যবহারের কারনে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে অগ্রসর হচ্ছে। দেশ আজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি গতকাল সোমবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা অডিটরিয়ামে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী ২০১৮-১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সঞ্চলনায় এবং বিসিএসআইআর এর সিনিয়র বৈজ্ঞানিক অফিসার মাসুদুর রহমানের স্বাগত বক্তৃতার  মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের পরিচালক (অতিঃ দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ আবুল কাশেম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম খান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রামপদ সাহা, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা  মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পঃপঃ কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র,অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, সুপার বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্জিলাল মল্লিক, সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস, প্রধান শিক্ষক যথাক্রমে অন্নদা শংকার রায়, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সাংবাদিক মনিরুজামান, সাংবাদিক এস,এম ভুট্টো, সাংবাদিক এড, প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক, আহসান কবীর, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক তরিকুল ইসলাম  প্রমূখ। মেলায় ১০টি স্টল প্রদর্শিত হচ্ছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *