আদিবাসীদের হয়রানি বন্ধ করতে হবে : সন্তু লারমা
দক্ষিণাঞ্চল ডেস্ক
আদিবাসীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহŸান জানিয়েছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, আদিবাসীদের ওপর সা¤প্রদায়িক হামলা, মিথ্যা মামলা, হয়রানি ও অপপ্রচার বন্ধ করতে হবে। এছাড়া আদিবাসী নারীসহ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে হোটেল সুন্দরবনে শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তু লারমা। এবার আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’।
সন্তু লারমা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ একটি আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠার আহŸান জানান। জোরপূর্বক ভূমিদখল বন্ধ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন এবং জাতিসংঘ ঘোষিত ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার আহŸানও জানান তিনি।
আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান বলেন, মুক্তিযুদ্ধ এবং আগ¤প্রদায়িকতার চেতনার ধারক বর্তমান সরকার আদিবাসীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের এই চেতনার বাস্তবায়ন ঘটাতে সম্ভব হবে।
এক প্রশ্নে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, কতিপয় আদিবাসী ভাষা বিলুপ্তির কারণ তাদের প্রতি জাতিগত শোষণ এবং নিষ্পেষণ। তাদের এই ভাষাগুলোর প্রতি আলাদা যতœ নেওয়া হলে এগুলোর বিলুপ্তি রোধ সম্ভব।
ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান ৯ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সভাপতি অজয় এ মৃ এবং টেকনোক্রেট সদস্য জান্নাতী ফেরদৌস লাকী।