আদালতে গেলেন মিলা, দিলেন সাক্ষ্য
প্রায় দুই বছর আগে দায়ের করা যৌতুকের মামলায় সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন সংগীতশিল্পী মিলা ইসলাম।
এই মামলায় আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক।
সোমবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফ উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন মিলা।
এদিন তার সাক্ষ্য শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেন বিচারক।
মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি এদিন আদালতে উপস্থিত ছিলেন।
২০১৭ সালে মিলার দায়ের করা এই মামলায় বিচার শুরুর আদেশ হয় ২০১৮ সালে। কিন্তু দেড় বছর ধরে মিলা সাক্ষ্য দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়। তবুও আদালতে হাজির না হওয়ায় গত ২৩ জুন মিলার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন মিলা। মামলার পর সানজারিকে গ্রেপ্তারও করেছিল পুলিশ, পরে তিনি জামিনে ছাড়া পান।
একটি বেসরকারি এয়ারলাইন্সের বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।
মিলার করা যৌতুকের মামলা চলার মধ্যেই গত ৬ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা করেন সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।
সানজারির গায়ে অ্যাসিড হামলার অভিযোগে মিলা ও তার সহকারী জন পিটার হাওলাদার কিমকে আসামি করা হয় ওই মামলায়।
সানজারির অভিযোগ, মিলার সঙ্গে বিচ্ছেদের পর থেকে বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মিলার সহকারী পিটার কিমই তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন।
অন্যদিকে মিলার দাবি, ঘটনার মোড় ঘুরাতে সানজারি অ্যাসিড হামলার ঘটনা সাজিয়েছেন।