আতিক-তাপস-হাজী সেলিমসহ আ’লীগ থেকে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
ঢাকার দুই সিটির মেয়র নির্বাচন
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ঢাকার দুই সিটিতে ৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৪ জন ও দক্ষিণ সিটিতে ৪ জন। তবে, প্রথমদিন সংগ্রহ করলেও কেউ জমা দেননি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে গতকাল বুধবার মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণ চলবে। মেয়র পদে ফরমের মূল্য ২৫ হাজার টাকা। আগামী ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩টার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেলা সোয়া ৩টার দিকে ঢাকা-১০ আসনে সরকার দলীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।
এ সময় ঢাকা ১০ আসনের আওতাধীন ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। তার সঙ্গে ঢাকা- ৭ আসনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির এবং শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মো. জামান ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এমএ রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে দুই সিটিতে চারজন করে মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, প্রার্থীতা বাছাই ২ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।