আটরা গিলাতলায় মন্ডপ পরিদর্শনে নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা বিভিন্নপূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি আফিলগেট পালপাড়া
মন্দির, বটতলা মন্দির, বুড়ির মায়ের গাছতলা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন
করেন।
এসময় তার সাথে ছিলেন খানজাহাহান আলী থানার সভাপতি শেখ আবিদ
হোসেন, ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা,
৩৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৪নং ওয়ার্ড
আ’লীগের সাধারণ সম্পাদক খম লিয়াকত আলী, আফিল গেট বাজার বনিক
সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।