আটরা গিলাতলায় ওব্যাট হেলপার্স টিউটোরিয়াল সেন্টারের নতুন ভবনের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরার ২নং বিহারী কলোনীর সবুজ পল্লীতে ওব্যাট হেলপার্স টিউটোরিয়াল সেন্টারের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ওব্যাট হেলপার্স সেন্টারের খুলনা প্রজেক্ট অফিসার ও দৈনিক প্রবাহের কম্পিউটার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওব্যাট হেলপার্স টিউটোরিয়াল সেন্টারের সিইউ মোঃ আনোয়ার খান আকমল।
ওব্যাট হেলপার্স টিউটোরিয়াল সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গিলাতলা ইউপি সদস্য মোঃ মাহমুদ হাসান, রংপুরের প্রজেক্ট অফিসার মাহফুজা আলম, সৈয়দপুরের প্রজেক্ট অফিসার শাহিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রিপন খান, কবির হোসেন, মান্নান গাজী, কুদ্দুস শেখ, কামরুল খান, রুম্মান, সোহেল, খালেক, পিয়াল প্রমুখ।