আটরা গিলাতলার পালপাড়ার শশ্মাণঘাট উদ্বোধন
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড পালপাড়ার শশ্মানঘাটের উদ্বোধন গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আটরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সৈয়দ কেসমত আলী, থানা পুজা উৎযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সরকার, থানা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কোমল পাল, খানজাহান থানা কমিউনিষ্ট সাধারণ সম্পাদক মোল্যা সত্তার, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজ আজাদুর রহমান হিরক।
গিলাতলা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য হুমাউন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, অশিত কুমার নন্দী, সুপাল, শেখ শফিউল্লাহ, মোঃ রাসেল প্রসুখ। উল্লেখ্য, পালপাড়ার শশ্মানঘাটের জায়গার সিমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানের অবসান হয়ে এই শশ্মানের উদ্বোধন করা হলো।