আটক এড়াতে গ্রেনেড ছুড়লেন বলসোনারোর সহযোগী
আটক এড়াতে পুলিশ দেখে গ্রেনেড ছুড়ে মেরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট ও ডানপন্থী নেতা জইর বলসোনারোর সহযোগী রবার্তো জেফারসন। রোববার (২৩ অক্টোবর) ঘটনাটি ঘটে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
পরে অবশ্য জেফারসন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবার্তো জেফারসনকে আটক করতে গিয়ে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাদের প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি কারমেন লুসিয়াকে অপমান করার জন্য তাকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাকে হুমকি দেওয়ার জন্য রবার্তো জেফারসন এতদিন গৃহবন্দি ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস গৃহবন্দি থাকার শর্ত লঙ্ঘন করার কারণে জেফারসনকে আটক করার নির্দেশ দেন।
এদিকে পুলিশ সদস্য আহতের ঘটনায় সহযোগীর বিরুদ্ধে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি জানিয়েছেন, যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করা উচিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দল পিটিবির ৬৯ বছর বয়সী নেতা জেফারসনও পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়েছেন।
আগামী রোববার প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো এবং বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে। এ নিয়ে ব্রাজিলে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।