আঞ্জুমান মফিদুল ইসলামে এমপি মূর্শেদীর এ্যাম্বুলেন্স প্রদান
আঞ্জুমান মফিদুল ইসলাম, খুলনা শাখায় সম্পূর্ন নতুন মডেলের একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছেন ১০২ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ্যাম্বুলেন্সটি সাংসদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সাংসদ আব্দুস সালাম মূর্শেদী এ্যাম্বুলেন্সটি খুলনা জেলা পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুল ইসলাম, খুলনা শাখা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
সাংসদ ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, তার পরিবার অসহায় গরীব লোকদের সেবায় অনেক আগে থেকেই আন্তরিক। তার স্ত্রী ও কন্যা বেশ আগে থেকে বিভিন্ন ধরনের অসহায় মানুষদের নিয়ে কাজ করেন। তাদের চিকিৎসাসহ নানা সুবিধা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় এবার এলাকার মানুষের আরও উন্নত সেবা প্রদানের জন্য নিজস্ব অর্থায়নে এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এ ধরনের সেবার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।