আজ সিপিবি’র পল্টন হত্যাকাণ্ড দিবস
খবর বিজ্ঞপ্তি
আজ ২০ জানুয়ারী ২০১৯ বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) পল্টন হত্যাকান্ড দিবস। ২০০১ সালের ২০ জানুয়ারী ঢাকার পল্টন ময়দানে সিপিবি’র শ্রমিক-কৃষক-ছাত্র-জনতার মহাসমাবেশে ঘাতকরা বোমা হামলা করে। বোমা হামলায় খুলনা’র বটিয়াঘাটা উপজেলার কৃষকনেতা হিমাংশু মণ্ডল, খুলনা দাদা ম্যাচের শ্রমিকনেতা আঃ মজিদ, বিএল কলেজের ছাত্রনেতা বিপ্রদাস রায়, ঢাকার লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকনেতা আবুল হোসেন ও মোক্তার হোসেন নিহত হন। হামলায় আহত হন সারাদেশের পঞ্চাশজন নেতাকর্মী। পল্টন গত্যাকাণ্ড দিবস উপলক্ষে আজ ২০ জানুয়ারী বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলার বাদামতলায় কমরেড হিমাংশু মণ্ডলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৪টায় খুলনা সিপিবি’র জেলা কমিটির কার্যালয়ের সম্মুখে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন ও লাল পতাকার মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।