December 22, 2024
জাতীয়বিশেষ সংখ্যালেটেস্ট

আজ লিপইয়ার বা অধিবর্ষ

দ. প্রতিবেদক

আজ ২৯ ফেব্রæয়ারি। অধিবর্ষ বা লিপইয়ার। সাধারণ সৌর বছরগুলি ৩৬৫ দিনে হয়ে থাকে কিন্তু লিপইয়ার হয় ৩৬৬দিন। এই অতিরিক্ত ১ দিন ফেব্রæয়ারি মাসে যোগ করে ২৯ দিনে মাস গোনা হয়। বর্তমানে আমরা যেই ক্যালেন্ডার ব্যবহার কি সেটি হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী ৪ বছর পর পর ফেব্রæয়ারি মাসে অতিরিক্ত একটি দিন যোগ করে আমরা তাকে অধিবর্ষ বা লিপইয়ার বলি। শেষ লিপ ইয়ার ছিল ২০১৬ সালে। এর পর আবার লিপ ইয়ার হবে ২০২৪ সালে।

বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু খ্রিষ্টপূর্ব ৪৬ সালে তৎকালীন রোমান স¤্রাট এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫ দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয়া ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই লিপইয়ার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *