আজ থেকে টিকার বিশেষ ক্যাম্পেইন
করোনা প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজ যারা নেয়নি তাদের জন্য আবারও বিশেষ টিকা ক্যাম্পেইনের আয়োজন করেছে সরকার।
এই ক্যাম্পেইন চলবে ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রথম ডোজ বাদ পড়া ৩৩ লাখ এবং দ্বিতীয় ডোজ বাদ পড়া ৯৪ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। আগামী ৪ অক্টোবর থেকে আর কাউকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে না।
গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বিশেষ এই ক্যাম্পেইন এবং টিকা না দেওয়াদের সংখ্যা জানান।
দেশে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। গত দুই দিনে আগের ২৪ ঘণ্টায় প্রতিদিন ৭ শতাধিক করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় একদিনে করোনায় ৬ জনের মৃত্যুর তথ্যও জানিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ। এছাড়াও টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন।