আজ ডিজিটাল বাংলাদেশ দিবস
দ: প্রতিবেদক
আজ ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনায় “ডিজিটাল বাংলাদেশ দিবস” পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে”।
দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় শহিদ হাদিস পার্ক থেকে র্যালি বের হয়ে খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে শেষ হবে। পরে সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। খুলনা জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। সন্ধ্যায় বিভাগীয় প্রশাসনের আয়োজনে একই স্থানে “কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হবে।