আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরতে আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি দেশবাসীকে আশস্ত করার পাশাপাশি নাগরিক হিসেবে করণীয় সংক্রান্ত দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে চলতি বছরে ২৫ মার্চের ভাষণ হবে তাঁর তৃতীয় ভাষণ।