December 24, 2024
জাতীয়লেটেস্ট

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একাদশ সংসদের নিরঙ্কুশ জয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা। তিনি নতুন সরকার সাজিয়েছেন নতুনদের নিয়ে; তার মন্ত্রিসভার ৪৬ সদস্যের মধ্যে অধিকাংশই নতুন।
শেখ হাসিনার নেতৃত্বে এনিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথম প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *