আজ খুলনায় আসছেন জার্মান প্রতিনিধি দল
সংবাদ বিজ্ঞপ্তি
ফেডারেল রিপাবলিক অব জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট, জার্মান পার্লামেন্টের সদস্য, বাংলাদেশস্থ জার্মান রাষ্ট্রদূত এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডবিøউ) কর্মকর্তাসহ ৬ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রবিবার খুলনা সফর করবেন।
সফরসূচী অনুযায়ী প্রতিনিধি দলটি জার্মান সরকারের অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে মহানগরীতে বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শন করবেন। দুপুর ১২টায় তারা রায়েরমহল বাঙ্গালবাড়ি এলাকায় বাস্তবায়িত প্রকল্প, বেলা ৩টায় সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এনজিও ফোরাম কার্যালয়ে জলবায়ু উদ্বাস্তুদের প্রশিক্ষণ কার্যক্রম, বিকাল ৪টা ও ৫টায় যথাক্রমে জোড়াগেট থেকে বড় বাজার পর্যন্ত বাস্তবায়িত রিভার সাইড রোড এবং রূপসা ঘাট ও বাস টার্মিণাল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।