আজ আখেরি মোনাজাতে শেষে হচ্ছে বিশ্ব ইজতেমা
দক্ষিণাঞ্চল ডেস্ক
টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রবিবার অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের (২০২০ সালের) বিশ্ব ইজতেমা।
ইজতেমার মুরুব্বিরা জানান, জোহরের ওয়াক্তের আগেই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হবে। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। ইত্যেমধ্যে কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে রয়েছেন। এছাড়াও মোনাজাতে অংশ নিতে শনিবার (১৮ জানুয়ারি) থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা আম বয়ান শুরু করেন। এরমধ্যে দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
পরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রাক বয়ানে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারীরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সাদ অনুসারীর মুরুব্বিরা।