আজহারীকে ‘বিপজ্জনক’ তালিকায় দিয়ে সরিয়ে নিলো ফেসবুক
আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে নোটিফিকেশনে পাঠিয়ে ‘বিপজ্জনক’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে তাকে ‘উগ্র’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে নোটিফিকেশন পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।
পরেরদিন শনিবার (১৯ ডিসেম্বর) ফেসবুক সেটি প্রত্যাহার করে নেয়।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন আজহারী। সে সময়ে তিনি ভক্তদের কাছে সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।
জানা যায়, ফেসবুক পলিসি পরিবর্তন করার কারণে বিড়ম্বনায় পড়েছিলেন তিনি।
ওই সময়ে তিনি জানিয়েছিলেন যে, তার পেজের রিচ একেবারেই কমে গেছে। বিভিন্ন জায়গা থেকে তার ভক্তরা তার স্ট্যাটাস পাচ্ছেন না বলে অভিযোগ আসছিল। এমনকি সি-ফার্স্ট করে রাখার পরেও তার স্ট্যাটাস পৌঁছাচ্ছিল না ভক্তদের কাছে। সেজন্য আজহারীর সমাধান চেয়েছিলেন। কিভাবে রিচ আগের অবস্থায় ফিরতে আনা যায় তা জানতে চেয়েছিলেন শুভাকাঙ্ক্ষীদের কাছে।