December 23, 2024
জাতীয়

আগামী ৫ বছর পৃথিবীকে তাক লাগানোর : স্থানীয় সরকারমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী ৫ বছর পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার। গ্রাম-গঞ্জে শহরের সব সুবিধা পৌঁছে দেওয়া হবে। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পৌঁছুবোই।’ গতকাল শুক্রবার নিজ নির্বাচনি এলাকা কুমিল­ার মনোহরগঞ্জ উপজেলা ভবন চত্বরে এক সংবর্ধনা সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়া। আর উন্নত বাংলাদেশ গড়তে হলে গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি মানুষের জীবনমান উন্নয়ন দরকার। গ্রামকে উন্নত করতে না পারলে কেবল শহর উন্নয়নে উন্নত বাংলাদেশ গড়া যাবে না।’ 

শপথ নেওয়ার পর নিজ নির্বাচনি এলাকায় এটাই স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সফর। পরে মন্ত্রী নিজ বাড়ি মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে মা-বাবার কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *