January 11, 2025
জাতীয়

আগামীকাল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। আগামীকাল শনিবার তিনি দেশে পৌঁছাবেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনীম। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর সময়সূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন, প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ। গত ১ মে সরকারি সফরে যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *