January 18, 2025
আঞ্চলিকলেটেস্ট

আগামীকাল থেকে খুলনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

দ. প্রতিবেদক

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে খুলনা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সংক্ষিপ্ত রুটে বাস চলবে।

গতকাল সোমবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবী। তিনি জানান, ২৪ মার্চ রাত থেকে খুলনার সব বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ ভোর ছয়টা থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নুরুল ইসলাম আরও বলেন, খুলনা থেকে দূরপাল্লার যতগুলো বাস আছে, সেগুলো ২৪ মার্চের মধ্যে খুলনা ছেড়ে যাবে। সেগুলো যাত্রী নিয়ে আর আসবে না। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনার সকল বিনোদনকেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সকল প্রকারের সভা, সেমিনার, কোচিং সেন্টারসহ যে কোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে খুলনা জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *