November 26, 2024
জাতীয়লেটেস্ট

আগস্টেই ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

চলতি বছর আগস্ট মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছুঁতে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানাচ্ছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আগস্টেই ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৪৯ জন।

সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর আগস্টে রোগীর সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ঢাকায় ৫২৪ এবং ঢাকার বাইরে ৬৬৫ জন ভর্তি হয়েছেন।  তবে স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯২ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৩০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৮৫ জন এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৪৫ জন ভর্তি আছেন।

বুধবার হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ২২২ জন, মঙ্গলবার ৫ হাজার ৩২২ জন, সোমবার ৫ হাজার ৫৬২ জন, রোববার ৫ হাজার ৯৪০ জন এবং শনিবার ৬ হাজার ২৮৯ জন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *