আক্রান্ত সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি বিচ্ছিন্ন
কুষ্টিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে সাত মাস বয়সী এক শিশুকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, গত সোমবার (২৩ মার্চ) শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“সাত মাস বয়সী এই শিশুটি জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে ভর্তি হয়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি হয়নি।”
তাপস কুমার বলেন, বিষয়টি সন্দেহজনক হওয়ায় চিকিৎসকরা তার পরিবারের তথ্য জানতে চান এবং জানতে পারেন শিশুটির বাবা সিঙ্গাপুর থেকে এসেছেন। সে কারণে শিশুটি করোনাভাইরাস বহন করছে কিনা পরীক্ষা করা দরকার।
“বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে নমুনা সংগ্রহ করা হবে। সেই সময় পর্যন্ত শিশুটিকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়েছে।”
এদিকে কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়ি এসে যথাযথ নিয়মে কোয়ারেন্টিন সময় শেষ করেছেন এবং সুস্থ আছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, “আমরা কুষ্টিয়া শহরের ওই প্রবাসীর বাড়ি লকডাউন করে দিয়েছি। ওই পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টিনে নেওয়ার প্রক্রিয়া চলছে।”