January 19, 2025
আঞ্চলিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন শেখ সোহেল

খুলনায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

দ. প্রতিবেদক
সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন। শনিবার বিকালে ঘোষিত যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম ৬ নম্বরে স্থান পেয়েছে। শেখ সোহেল বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সেঝো ভাই।
শেখ সোহেল দীর্ঘদিন ধরে খুলনার যুব ও ছাত্ররাজনীতির নেপথ্যে থাকলেও কখনো প্রকাশ্যে তিনি রাজনীতির পদ-পদবীতে ছিলেন না। তবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গত মেয়াদে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর গভর্নিং বডি’র চেয়ারম্যান পদে ছিলেন। খুলনাসহ সারাদেশেই তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
সর্বশেষ ২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল। সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী যুবলীগ। শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।


খুলনায় আনন্দ মিছিল ও দোয়া : যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও শেখ সোহেল’কে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় মহানগর যুবলীগের উদ্যোগে খুলনায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব ঢাকায় কেন্দ্রীয় কমিটির ঘোষণার পর পর তাৎক্ষণিক নগরীর দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আ’লীগ নেতা নূর ইসলাম বন্দ, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, তাজুল ইসলাম তাজু, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রণবীর বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, মেহেদী হাসান সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, হিরণ হাওলাদার, এম এ হোসেন সবুজ, মেহেদী হাসান সজল, বায়েজিদ সিনা, জনি বসু, নিশাত ফেরদৌস অনি প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *