আইসিইউ সংকটে ক্যালিফোর্নিয়ায় কঠোর লকডাউন
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও আইসিইউ সংকটে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সরকার। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্যের তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষ ঘরে থাকার এই নির্দেশনার আওতায় পড়বে। এরমধ্যে সাউথ ক্যালিফোর্নিয়া, সান জোয়াকিন ভ্যালি এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।
সরকারের এই নির্দেশনা রোববার রাত থেকেই কার্য করা করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সেলুন, বার, জাদুঘর, সিনেমা হল এবং অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে। খুচরা পণ্যের দোকানগুলো খোলা রাখা যাবে, তবে ধারণক্ষমতার ২০ শতাংশ মানুষের অবস্থান নিশ্চিত করতে হবে। রেস্টুরেন্ট এবং খাবার সরবরাহ সেবা সীমতি করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবসাসহ স্কুল খোলা রাখা যাবে।
এই নির্দেশনা কমপক্ষে তিন সপ্তাহ বহাল থাকবে। অঞ্চলগুলোতে আইসিইউয়ের ধারণক্ষমতা ১৫ শতাংশ বৃদ্ধি পেলেই কেবল নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে, সাউথ ক্যালিফোর্নিয়া ও সান জোয়াকিন ভ্যালি অঞ্চলের দুই কোটি ৭০ লাখ মানুষকে সরকারের এই নির্দশেনা কঠোরভাবে মানতে হবে। এই দুটি অঞ্চলে আইসিইউয়ের ধারণক্ষতা ১৫ শতাংশ কমে যাওয়ায় গত সপ্তাহেই গভর্নর গাভিন নিউসাম নতুন বিধিনিষেধের প্রয়োজনীয়তার কথা বলেন।
এছাড়া আইসিইউ সংকটে পড়ার আগেই উপসাগরীয় ছয়টি অঞ্চলের ৬০ লাখ মানুষ এই নির্দেশনার আওতায় পড়বে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার ক্যালিফোর্নিয়ায় নতুন করে ৩০ হাজার মানুষের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়, যা এই রাজ্যে রেকর্ড। এই দিনেই রাজ্যের জনবহুল এলাকা সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আইসিইউয়ের ধারণক্ষমতা ১০ দশমিক তিন শতাংশ কমে যায়। যেখানে সান জোয়াকিন ভ্যালি এলাকায় কমেছে ছয় দশমিক ছয় শতাংশ।
রাজ্যের করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় গত বৃহস্পতিবারই নাগরিকদের লকডাউনের কথা বলেন নিউসাম। তিনি বলেন, ‘আমরা এখন ‘ঝুঁকিপূর্ণ অবস্থায়’ আছি। এখন আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তবে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের লকডাউন এটিই শেষ বলে আশা প্রকাশ করেন তিনি। করোনা ভ্যাকসিন অনুমোদন পাওয়ায় তিনি তিনি এই আশার কথা শোনান।