November 28, 2024
আন্তর্জাতিককরোনালেটেস্ট

আইসিইউতে বরিস জনসন

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং এস্টেটের বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে তাকে ব্রিটেনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন ৬২১ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ৪ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *