আইফোনে আসতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
নতুন আইফোনে পর্দার ভেতর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল। তবে এটি আসতে পারে সামনের বছরের আইফোনে।
কয়েক দিনের মধ্যেই নতুন আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এরই মধ্যে প্রথা অনুযায়ী সামনের বছরের আইফোনের তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়, স্যামসাং, ওয়ানপ্লাস, হুয়াওয়ে এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করবে অ্যাপলের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর মাধ্যমে আইফোনে টাচ আইডি ফেরাতে পারে অ্যাপল। ফলে নিরাপত্তার জন্য ফেইস আইডির সঙ্গেই কাজ করবে টাচ আইডি।
আগের মাসেই খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও নতুন আইফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করার কথা বলেছেন। তবে, তার ধারণা ২০২১ সালের আগে এটি বাজারে আসবে না।
বলা হচ্ছে, ইতোমধ্যেই সরবরাহকারী এবং নিজ প্রতিষ্ঠানের মধ্যে এই প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে অ্যাপল।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই প্রমাণ করেছে যে আইফোনে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। তবে এখনও বড় পরিসরে এর উৎপাদন কাজ শুরু হয়নি।
২০২০ সালের আইফোনে টাচ আইডি ফেরানোর সম্ভাবনা থাকলেও তা ২০২১ সাল পর্যন্ত পেছানোও হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।