আইপিএল না হলে ভারতের ক্ষতি ৪০ বিলিয়ন রুপি
সময় যত গড়াচ্ছে, আইপিএল নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে। আর বাড়ছে বিসিসিআই কর্মকর্তাদের টেনশন। টাকার অঙ্কটা এত বড়, দুর্ভাবনার কারণ আছে বটে ! এবার আইপিএল না হলে ৪০ বিলিয়ন রুপি রাজস্ব হারানোর শঙ্কা করছে ভারতের ক্রিকেট বোর্ড।
গত ২৯ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে গেছে। বাস্তবতা যতটুকু বোঝা যাচ্ছে, তাতে এবারের আসর বাতিল হয়ে যাওয়ার শঙ্কাও আছে। সেই অনিশ্চয়তা ফুটে উঠল বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামালের কণ্ঠে।
“ বিসিসিআই আশঙ্কা করছে বড় অঙ্কের রাজস্ব হারানোর। আইপিএল যদি না হয়, ক্ষতির পরিমাণ হবে ৪০ বিলিয়ন রুপির কাছাকাছি বা আরও বেশি। আমরা নিশ্চিত নই, এবার টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কিনা।”
আইপিএল না হলে শুধু বোর্ডের নয়, ক্ষতি ক্রিকেটারদেরও। আর্থিক দিক থেকে সবচেয়ে বড় ক্ষতি ব্রডকাস্টারদের। ৫ বছরের জন্য ২২০ মিলিয়ন ডলারে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। তবে স্রেফ এবারের আসর থেকেই তারা সম্ভাব্য আয় ধরেছিল ৪০০ মিলিয়ন ডলার!