আইপিইউ ও চট’র এসেম্বলীতে যোগ দিতে সালাম মূর্শেদী’র ঢাকা ত্যাগ
খবর বিজ্ঞপ্তি
স্পীকারের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) ও চট এর ১৪১তম এসেম্বলীতে যোগদানের উদ্দেশ্যে গতকাল শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেন। মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উক্ত সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য হিসেবে আগামী ১৪-১০-২০১৯খ্রিঃ তারিখে ক্যামিক্যাল উইপেন (রাসায়নিক অস্ত্র) নিরস্ত্রী করণের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিবেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।