November 27, 2024
আঞ্চলিক

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : এসপি

ফুলতলা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেছেন, করোনাভাইরাস নামক মহামারী থেকে পরিত্রান পেতে নিজেদেরকে সচেতন, স্বচ্ছতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। করোনাভাইরাস বিস্তার রোধে সরকার কিছু নির্দেশনা দিয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা জেলা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার বেলা দেড়টায় ফুলতলা বাজারে করোনা ভাইরাস বিষয়ে সচেতনমুলক লিফলেট বিতরণ ও প্রচারণাকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মো: ফিরোজ জমাদ্দার, সহ-সভাপতি রবীন বসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মো: নেছার উদ্দিন প্রমুখ। পরে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ফুলতলার শেষসীমানা এলাকায় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে নিয়ে হাট বাজার পরিদর্শন এবং সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *