আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯’’ এর বুধবারের খেলায় এস এম ফরিদ রানা,রফিউল ইসলাম টুটুল ও প্রশান্ত বাছাড় নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন। দিনের প্রথম খেলায় এস এম ফরিদ রানা ২-১ সেটে আলমগীর হান্নানকে পরাজিত করেন। দ্বিতীয় খেলায় রফিউল ইসলাম টুটুল ২-০ সেটে মাহমুদ হাসান সোহেলকে এবং তৃতীয় খেলায় প্রশান্ত বাছাড় ২-০ সেটে শেখ শামসুদ্দীন দোহাকে পারাজিত করেন। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বীরেন দাস বিরু।