আইনজীবী সমিতি’র বিজয়ীদের ওয়ার্কার্স পার্টি’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সংখ্যাগরিষ্ঠ পদ নিয়ে সভাপতি পদে এড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. কে এম ইকবাল হোসেন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ মনির আহমেদ, কমঃ খলিলুর রহমান, কমঃ আব্দুস সাত্তার মোল্লা, কমঃ নারায়ণ সাহা, কমঃ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমঃ, মনিরুজ্জামান, কমঃ কৌশিক দে বাপী, কমঃ মোঃ আলাউদ্দিন, কমঃ মনির হোসেন, কমঃ আরিফুর রহমান বিপ্লব, কমঃ আনোয়ার হোসেন, কমঃ এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমঃ অজয় দে, কমঃ বাবুল আখতার, কমঃ হাফিজুর রহমান প্রমুখ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ, খুলনা জেলা কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক তপন কুমার রায়।