আইজিপি পদক পেলেন পুলিশ পরিদর্শক এনামুল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর (কেএমপি) গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক আইজিপি পদক (আইজিপি’স এক্সসাম্পলারি গুড সার্ভিস ব্যাজ-২০১৮) পেয়েছেন। তিনি ২০১৮ সালে কয়রা থানায় অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা কালিন বনদস্যু দমন, গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার এবং বনদস্যুদের কবল থেকে গুলি বিনিময় করে জিম্মি উদ্ধারে সফলতা দেখিয়েছেন। তাছাড়া তার সময়কালিন কয়রা থানায় দৃষ্টি নন্দন জামে মসজিদ নির্মাণ, ঈদগাহ নির্মাণ, আমাদি ক্যাম্প নির্মাণসহ এলাকার মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি দায়িত্বে থাকাকালিন কয়রা থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা শাখার পরিদর্শকের দায়িত্বে নিয়োজিত আছেন।