‘আইএস টুপির বিষয়ে কারাগারে কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’
দক্ষিণাঞ্চল ডেস্ক
আলোচিত হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মাথায় আইএসের প্রতীক সংবলিত কালো টুপির বিষয়ে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আসামির মাথায় ওই টুপির বিষয়ে কারাগারের কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে। গতকাল শনিবার বিকেলে আইজি প্রিজনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। ঢাকা বিভাগীয় ডিআইজি (প্রিজন) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতে আসামিদের মাথায় থাকা আইএস টুপি থাকার বিষয়টি তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন কারা মহাপরিদর্শকের কাছে জমা দিয়েছে। আদালতে আসামির মাথায় টুপি থাকার বিষয়ে কারাকারের কারও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনেও কিছু বলা হয়নি। এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) হলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হয়। ওই সময় রিগ্যানসহ দুই আসামির মাথায় আইএসের প্রতীক সংবলিত টুপি পড়তে দেখা যায়।