আইইবি’র খুলনা কেন্দ্রের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ আইইবি-খুলনা কেন্দ্র সহ বাংলাদেশের সকল কেন্দ্রে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে খুলনা কেন্দ্রে চেয়ারম্যান পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবদুল্লাহ্ পিইঞ্জ এবং সম্মানী সম্পাদক পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুয়েটের নির্বাহী প্রকৌশলী হুসইন মুহাম্মদ এরশাদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে বিএনপি-জামায়াত সমর্থিত এ্যাব প্যানেলের খুলনা বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. প্রকৌঃ শামীম মাহবুবুল হককে ৩৫৫ ভোট ব্যাবধানে পরাজিত করে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌঃ সোবহান মিয়া এবং বিএনপি-জামায়াত সমর্থিত এ্যাব প্যানেলের ভাইস-চেয়ারম্যান (এডমিন, প্রফেশন এন্ড এসডবিøউ) পদে কুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম. এম. এ হাসেমকে ৩১১ ভোটের ব্যবধানে পরাজিত করে খুলনা বিশ^বিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছে। আইইবি খুলনা কেন্দ্র থেকে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে এ্যাব প্যানেলের কুয়েটের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌঃ বি এম আসাদুজ্জামান পিইঞ্জ কে ৩০৫ ভোটের ব্যবধানে পরাজিত করে কুয়েটের তত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন নির্বাচিত হয়েছে।
খুলনা কেন্দ্রের লোকাল কাউন্সিল মেম্বার পদে এ্যাব প্যানেলের খুলনা বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ আশরাফুল আলম এবং খুলনা বিশ^বিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও খুলনা এ্যাবের সাধারণসম্পাদক প্রকৌঃ মোঃ আরিফুল ইসলাম জুয়েলকে পরাজিত করে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও খুলনা ওয়াসার উপ-ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়েটের সহাকারী পরিচালক (পঃ ও উঃ) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান, পিডিবির নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আরিফ রেজা খান, কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক প্রকৌঃ মোঃ আব্দুল হাসিব, কুয়েটের যানবাহন কর্মকর্তা প্রকৌঃ মোঃ রুহুল আমিন, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, কুয়টের সিএসই বিভাগের অধ্যাপক প্রকৌঃ পিন্টু চন্দ্র শীল, প্রকৌঃ সৈয়দ কামরুল ইসলাম, কুয়েটের প্রোগ্রামার প্রকৌঃ দিলু আরা, খুলনা বিশ^বিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ্নরোজ, টেলিটক বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক প্রকৌঃ ইলোরা নাহিদ, খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, কেপিসিএল এর তত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ ফেরদৌসী সুলতানা, খুলনা পলিটেকনিকের ইন্সস্ট্রাক্টও প্রকৌঃ মোবাস্শিরা সুলতানা মনিরা, ওজোপাটিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব উদ্দিন, সোনালী ব্যাংকের প্রোগ্রামার প্রকৌঃ মোঃ মুরাদুল ইসলাম, ওজোপাটিকো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, কুয়েটের সহকারী অধ্যপক প্রকৌঃ নিবির মন্ডল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য গত ২৭শে ফেব্রæয়ারী বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২০২১ আইইবি-খুলনা কেন্দ্র সহ বাংলাদেশের সকল কেন্দ্রে অনুষ্ঠিতহয়। খুলনা কেন্দ্রে মোট ৫৫১ জন ভোটারের মধ্যে ৪৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।