আইইডিসিআরের হটলাইনে ‘উত্ত্যক্ত করায়’ নওগাঁর যুবক আটক
আইইডিসিআরের হটলাইনে বারবার ফোন করে ‘অশ্লীল’ মন্তব্য বলার অভিযোগে নওগাঁ থেকে এক যুবককে আটক করেছে সাইবার পুলিশ।
মেহেদী হাসান মিরাজ (১৮) নামের ওই যুবককে মঙ্গলবার রাত ১২টার দিকে নওগাঁ জেলার মান্দা থানার ভালাইন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মানুষকে তথ্য সহায়তা ও চিকিৎসা পরামর্শ দিতে যে জরুরি হটলাইন চালু করেছে, সেখানে ফোন করে ‘কিছু বিকৃতমনা উত্ত্যক্তকারী’ অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করছে।
“বিশেষ করে হটলাইনে কোনো নারী কণ্ঠ শুনলেই তারা অশ্লীল কথা বলে ও কুরিুচপূর্ণ মন্তব্য করে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নওগাঁ থেকে গ্রেপ্তার ওই যুবক আইইডিসিআরের টোল ফ্রি হটলাইনে ফোন করে ও এসএমএস পাঠিয়ে নারী কর্মীদের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এভাবে অহেতুক সংযোগ ব্যস্ত করে রাখায় প্রকৃত সেবাগ্রহণকারীদের সেবা ব্যহত হচ্ছিল।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ হটলাইনে ফোন করে নারী কর্মীদের উত্ত্যক্ত করার কথা ‘স্বীকার করেছেন’ বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।