December 28, 2024
আঞ্চলিক

আঁঠারমাইলে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভ‚ত, ৬ লাখ টাকার ক্ষতি

ডুমুরিয়া প্রতিনিধি: আঁঠারমাইলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভষ্মিভ‚ত হয়েছে। এ ঘটনায় নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে বাজার সংলগ্ন একটি টিনশেড বাড়িতে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, ফল ব্যবসায়ী আজহারুল ইসলামের ঘরে প্রথমে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরমধ্যে ৮টি ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়। এলাকাবাসী জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরগুলো টিনের বেড়া ও টিনের ছাউনী দিয়ে তৈরী। স্থানীয় ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করে আগুন নেভানোর জন্যে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘর গুলোর মালিক উপজেলার বেতাগ্রামের বিলায়েত শেখের ৩পুত্র আবুবকর, জুলফিকার ও আবু তোরাব। ঘরগুলো ভাড়া নিয়ে বসবাস করেন, শফিকুল গাজী, আব্দুর রহিম সরদার, আসাদুজ্জামান, মশিয়ার রহমান, আব্দুল কাদের, আজহারুল ইসলাম, অজয় ও সখিনা বেগম। সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফল ব্যবসায়ী আজহারুলের ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। যা পরবর্তীতে ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে নাছিমা বেগমের নগদ ৪৩,০০০/- টাকা, ফরিদা বেগমের ৩০,০০০/- টাকা পুড়ে যায় বলে ভ‚ক্তভোগীরা জানান। এছাড়াও ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্রসহ প্রায় ৬লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *